উমরান মালিকে মুগ্ধ সুনীল গাভাস্কার! বললেন এই বড় কথা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অনবদ্য বোলিং করেন উমরান মালিক। ২২ বছরের তরুণ এই পেসার মাত্র ২৫ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন, যদিও সেই ম্যাচ হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে উমরানের গতিতে মুগ্ধ কার্যত গোটা ক্রিকেট বিশ্ব।
আর এই মুগ্ধতার তালিকায় রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের নামও। ধারাভাষ্যে থাকাকালীন উমরানের গতি নিয়ে প্রশংসার ঝড় বইয়েছেন গাভাস্কার। এবং তিনি মনে করেন, আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত উমরানের।
ধারাভাষ্য চলাকালীন সুনীল গাভাস্কার বলেন, "এর পরে, ওর জায়গা হওয়া উচিত ভারতীয় দলে। ও হয়ত প্রথম একাদশে থাকবে না কারণ ভারতের কাছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব রয়েছে। তাই ও হয়ত খেলবে না।"
তবে ভারতীয় দলে সুপারস্টারদের সাথে থাকাটা উমরানের জন্য লাভজনক হবে বলে ধারণা কিংবদন্তি ওপেনারের। তিনি বলেছেন, "তবে এই দলের সাথে ভ্রমণ করা, রোহিত শর্মা, বিরাট কোহলির মত ব্যক্তিত্বদের সাথে ঘোরা, তাদের সাথে ড্রেসিংরুম ভাগ করা, দেখুন এতে ওর জন্য কত কিছু হতে পারে।"
ম্যাচে তিনি আউট করেন শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার ও অভিনব মনোহরকে। অনবরত ১৫০ কিমি প্রতি ঘন্টায় বল করে চলেছেন উমরান।