ঝাড়ুদার থেকে নাইটদের অপরিহার্য অঙ্গ - রিঙ্কু সিংয়ের জীবনের সংগ্রাম সত্যিই শেখার মত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের ঘরোয়া খেলোয়াড় রিঙ্কু সিংকে নিয়ে মজা ওড়ানো চলতেই থাকে। কিন্তু উত্তরপ্রদেশের এই ক্রিকেটারের জীবনের সংগ্রাম কতটা কঠিন, তা না জেনেই এমন আচরণ করে থাকে ক্রিকেট বিশ্ব। আপনারা কি জানেন, এক সময় মেঝে পরিষ্কার করে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হত রিঙ্কুকে?
আলিগড়ে বড় হওয়া রিঙ্কুর বাবা এলপিজি সিলিন্ডার ডেলিভারির কাজে ছিলেন। কিন্তু সেই সময়ে রিঙ্কুর পরিবার পাঁচ লক্ষ টাকা দেনায় ছিল। আর এই কারণে রিঙ্কু নিজের চার ভাইবোন ও পরিবারের সাথে গ্যাস এজেন্সির স্টোরেজ রুমে থাকতেন।
ছোটবেলা থেকেই রিঙ্কু ক্রিকেট খেলতে ভালোবাসত। প্রচুর বাধা অতিক্রম করতে হয়েছে রিঙ্কুকে, কিন্তু কখনই দমেননি তিনি। পরিবারের আর্থিক সংস্থানের জন্য রিঙ্কুর ভাই তাকে ঝাড়ুদারের কাজ দিয়েছিল।
রিঙ্কুর মধ্যেকার প্রতিভাকে খুঁজে পেয়েছিল উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। অনুর্ধ্ব ১৬, অনুর্ধ্ব ১৯ ও অনুর্ধ্ব ২৩ দল এবং সেন্ট্রাল জোনের অনুর্ধ্ব ১৯ স্তরে সুযোগ পান রিঙ্কু। স্থানীয় টুর্নামেন্টে একটি বাইক উপহার পেয়েছেন, যা তিনি তার বাবাকে উপহার দেন।
মাত্র ১৬ বছর বয়সে অনুর্ধ্ব ১৯ রাজ্য দলে ৮৩ রান করে সকলের নজর কাড়েন রিঙ্কু। ২০১৬-১৭ মরশুমে রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে অভিষেক করেন রিঙ্কু। আর তারপর ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন তিনি।
গত চার মরশুম ধরে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম অঙ্গ হয়ে ওঠেন। তবে সেভাবে সুযোগ পাননি রিঙ্কু। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পান রিঙ্কু। সেখানে ২৮ বলে ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া তার ফিল্ডিং অসাধারণ, তা বোঝাই যায়।