আইপিএল থেকে সরে দাঁড়াল ভিভো, নতুন টাইটেল স্পনসর হতে চলেছে টাটা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়াচ্ছে চিনা মোবাইল সংস্থা ভিভো। এবং এর পরিবর্তে নতুন টাইটেল স্পনসর হিসেবে জুড়তে চলেছে প্রখ্যাত ভারতীয় সংস্থা টাটা। মঙ্গলবার বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এটি ঠিক হয়েছে।
বৈঠকের পর আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, "ভিভো বেরিয়ে গিয়েছে এবং টাটা হবে নতুন টাইটেল স্পনসর।" ২০১৮ সালে ৪৪০ কোটি টাকা দিয়ে ভিভো আইপিএলের টাইটেল স্পনসরশিপ কিনেছিল। তবে ২০২০ সালে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের জেরে ভিভো সরে দাঁড়ায়, এবং ড্রিম ইলেভেন সেই জায়গাটি নেয়।
তবে ২০২১ সালে আবারও ফিরে আসে ভিভো, এবং সেই চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৩ সাল অবধি করা হয়েছিল। তবে টাটার আগমণের জেরে, আগামী ২০২২ ও ২০২৩ মরশুমে আইপিএলের টাইটেল স্পনসর হবে টাটা।
এছাড়াও বড় খবর, আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্নধার সিভিসি ক্যাপিটালের উদ্দেশ্যে লেটার অফ ইন্টেন্টের মান্যতা দিয়ে দিয়েছে বিসিসিআই।