ক্যাপ্টেন কুলের অচেনা-অজানা অবতার ফাঁস করলেন সুরেশ রায়না

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সকলে ক্যাপ্টেন কুল নামেই চেনে। ঠান্ডা মাথায় তিনি একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে এবং তাঁর আইপিএল এর দল চেন্নাই সুপার কিংসকে। তবে ক্যাপ্টেন কুলের অন্যরূপও রয়েছে যা চিরকাল সমর্থকদের চোখের আড়ালেই রয়ে গেছে।
প্রাক্তন ভারতীয় অধিনায়কের এই অন্য রূপ দেখার ভাগ্য হয়েছে খুব কম মানুষের। এর মধ্যে অন্যতম একজন হলেন জাতীয় এবং আইপিএল দলে ধোনির বহুদিনের সঙ্গী সুরেশ রায়না। সম্প্রতি জিও সিনেমার একটি অনুষ্ঠানে তিনি ফাঁস করেছেন ধোনির এক অজানা কাহিনী। যা জানলে আপনি চমকে যাবেন।
রায়না ২০১০ সালে ধর্মশালার মাঠে আইপিএল এর চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের এক অজানা ঘটনার স্মৃতিচারণ করে বলেছেন, "ধোনি লং অনের উপর দিয়ে বিশাল বড় এক ছক্কা হাঁকিয়েছিলেন। এবং তার পরেই নিজের হেলমেটে সজোরে একটি ঘুষি মেরেছিলেন ধোনি। আমি কোনও দিন কোনও ম্যাচেই তাঁকে এমন করতে দেখিনি। সবাই তাঁকে ক্যাপ্টেন কুল নামে চেনেন, কিন্তু সেই ম্যাচে তাঁর এমন প্রতিক্রিয়ার কারণ ছিল ম্যাচের পরিস্থিতি।"
প্রসঙ্গত সেই ম্যাচে চেন্নাইয়ের দল বড় সংখ্যার রান তুলতে নেমেছিল। ধোনি সেই ম্যাচ জিতিয়ে চেন্নাইকে সেমি ফাইনালে তুলেছিল। এমনকি সেই মরশুমে চেন্নাই সুপার কিংস আইপিএলও জয় করেছিল।
এছাড়াও রায়না জানিয়েছেন যে ধোনির বাইকের প্রতি ভালবাসা সবাই জানেন কিন্তু ধোনি ভিন্টেজ গাড়ির সংগ্রহ করতেও ভালবাসেন।