মুম্বাইকে হারিয়ে মরশুম ভালোভাবে শেষ করতে চাইবে হায়দ্রাবাদ, নামাতে পারে এই একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর শেষ ম্যাচে খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। ইতিমধ্যেই প্লেঅফসে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে হায়দ্রাবাদের। তবে মুম্বাইকে হারিয়ে মরশুম শেষ করতে চাইবে এইডেন মার্করামের ছেলেরা।
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজিত হয়েছিল হায়দ্রাবাদ। সেই ম্যাচে হায়দ্রাবাদের বোলিং বিভাগ একেবারেই ব্যর্থ হয়েছিল। মূলত পেসার উমরান মালিকের দলে না থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল সর্বত্র।
এই পরিস্থিতিতে মুম্বাইয়ের বিরুদ্ধে একাদশে ফিরতে পারেন উমরান মালিক। কার্তিক ত্যাগীর জায়গায় হয়ত সুযোগ পাবেন উমরান।
এদিকে লেগ স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে ফিরে আসতে পারেন প্রথম একাদশে। মায়াঙ্ক ডাগারের পরিবর্তে আসতে পারেন মার্কান্ডে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ - অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদ, উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, নীতিশ রেড্ডি।
ইমপ্যাক্ট প্লেয়ার - টি নটরাজন