ব্যাট হাতে অর্ধশতরান, বল হাতে ম্যাজিক - একক দক্ষতায় কুমিল্লাকে BPL চ্যাম্পিয়ন করলেন সুনীল নারাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের থ্রিলার ফাইনালে ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই জয়ে বড় অবদান রেখেছেন সুনীল নারাইন।
ফাইনালে ব্যাট হাতে মাত্র ২৩ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন নারাইন। ত্রিনিদাদের এই তারকা অলরাউন্ডার তার ইনিংসে পাঁচটি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন। শেষ অবধি কুমিল্লা ২০ ওভারে ১৫১-৯ স্কোর করে।
এরপর বল হাতেও ম্যাজিক দেখান নারাইন। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। আর এর জেরে বরিশাল ১৫০ রানেই থেমে যায়। আর এই দুরন্ত পারফর্মেন্সের জেরে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার পান নারাইন।
আর নারাইনের এই দুর্দান্ত খেলা নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য দারুণ খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র ১৩ বলে ৫০ রান করেন নারাইন। ফলে ৬ কোটি টাকা দিয়ে নারাইনকে রিটেইন করা কলকাতার পক্ষে কাজে দিয়েছে, তা বলাই যায়।