কেকেআরের এই তারকা হতে পারেন ভারতের ভবিষ্যৎ, বড় বার্তা সুনীল গাভাস্কারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বে তুলনামূলক ভালো ক্রিকেট খেলছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম পর্বের হতাশাজনক পারফর্মেন্সকে ভুলে দ্বিতীয় পর্বে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে কেকেআর।
আর এই দুর্দান্ত সাফল্যের পিছনে রয়েছেন তরুণ অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। অভিষেকেই দুর্দান্ত পারফর্ম করছেন এই ক্রিকেটার। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁ হাতি এই ব্যাটসম্যান।
আর এই পরিস্থিতিতে ভেঙ্কটেশ আইয়ারের প্রশংসায় মাতলেন কিংবদন্তী সুনীল গাভাস্কার। তিনি জানিয়েছেন, ভেঙ্কটেশ আইয়ার সম্ভবত ভারতের বহু প্রতীক্ষিত পেসার-অলরাউন্ডারের অভাব পূরণ করে দিতে পারেন। বর্তমানে হার্দিক পান্ডিয়া পিঠের অস্ত্রোপচারের পর তেমন বোলিং করছেন না, যার জেরে আবারও এই পেসার-অলরাউন্ডারের সমস্যা এসে দাঁড়িয়েছে। আর সানিজির মতে, ভেঙ্কটেশ আইয়ার হতে পারেন সেই ভবিষ্যৎ।
এক সর্বভারতীয় সংবাদপত্রে নিজের কলামে সুনীল গাভাস্কার লিখেছেন, "ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে, কলকাতা এমন এক খেলোয়াড়কে তুলে ধরেছে যার খোঁজ ভারত করছে। ওর বোলিং অতটা দ্রুতগতির নয়, কিন্তু ও ইয়র্কার খুব ভালো দিতে পারে এবং ব্যাটসম্যানদের মারতে দেয় না।"
"ব্যাটসম্যান হিসেবে, সোজা দাঁড়িয়ে থেকে খেলে ও, যার জন্য ও অনেক ভালো জায়গা পায় শর্ট বল খেলার ক্ষেত্রে। আর অফ সাইডে খুব সুন্দর শট মারে যা সকল বাঁ হাতি ব্যাটসম্যান করে থাকে।"