ধোনির স্লথগতির ইনিংসের কারণ কি? এই উত্তর দিয়ে বসলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর প্রথম দল হিসেবে প্লে অফসে উঠেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ইদানিং চেন্নাইয়ের ফর্ম পড়তির দিকে গিয়েছে। রাজস্থান রয়্যালসের কাছে হারের পর এবার সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আবারও পরাজয় হজম করল চেন্নাই।
প্রথমে ব্যাট করে চেন্নাই ২০ ওভারে কেবল ১৩৬ রান করতে পারে। আর এই সময়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে সমালোচনা শুরু হয়েছে। নবম ওভারের দিকে ব্যাট করতে নেমে ইনিংসের একেবারে শেষ বলে আউট হন ধোনি। কিন্তু ২৭ বল খেলে ধোনি কেবল ১৮ রানই করতে পারে, স্ট্রাইক রেট ৬৬.৬৭ এর কাছাকাছি।
আর এই অবস্থায় ধোনির স্লথগতির ব্যাটিং নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে এক্ষেত্রে অধিনায়কের পাশে দাঁড়ান সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। পিচ ও পরিস্থিতিকে এক্ষেত্রে দায়ী করেছেন ইয়েলো আর্মির হেডস্যার।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ফ্লেমিং ধোনির ব্যাটিং নিয়ে বলেন, "ও একা ছিল না। স্ট্রোক খেলার ক্ষেত্রে বেশ খারাপ দিন ছিল এটি। বড় শট খেলে বড় রান করার ক্ষেত্রে এটি একটি কঠিন উইকেট। ইনিংসের শেষ অবধি দুই দলই অস্বস্তিতে পড়েছে।"
এরপর ম্যাচ নিয়ে ফ্লেমিং বলেন, "কখনও আপনি লক্ষ্যমাত্রাকে বড় করে রেখে দেন, অনেক বেশি। সম্ভবত আমরা ১০-১৫ রান কম করেছি ম্যাচজয়ী স্কোর করার ক্ষেত্রে। সেই সময় এই রান তোলাই কঠিন হয়ে পড়েছিল।"
তবে এই হার সত্ত্বেও চেন্নাই সুপার কিংস লিগ টেবিলে প্রথম দুই স্থানেই শেষ করবে। কিন্তু দিল্লির কাছে হারায় শীর্ষস্থান খুইয়ে দিল চেন্নাই।