"ডেল স্টেইনের থেকে কিছুই শেখেননি উমরান মালিক!" অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ আইপিএলে প্রতিদিনের শিরোনামে থাকা উমরান মালিক ২০২৩ আইপিএলে চূড়ান্ত ব্যর্থ। গত আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নেওয়া উমরান এই মরশুমে মাত্র ৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এবং তার প্রাপ্ত উইকেট সংখ্যা মাত্র ৫। ইকোনমি রেট ১০.৮৫।
দ্রুতগতির এই বোলারের এক মরশুমেই ভাগ্য বদলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। ১৫০ কিমি/ঘন্টায় বল করা উমরানের লাইন ও লেন্থ নিয়ে সমালোচনা হয়েছে বেশ কয়েকবার। এবার ভারতীয় এই তরুণ প্রতিভার বিষয় মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
সেহওয়াগ জানিয়েছেন দুই বছর ডেল স্টেইনের মতো কিংবদন্তি জোড়ে বোলারের কাছে শেখার সুযোগ পেয়েও কিছুই শিখতে পারেন নি উমরান। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেহওয়াগ জানিয়েছেন, "উমরানের সমস্যা হল তিনি বারংবার নিজের লেন্থ বদল করছেন। তাঁর সেই অভিজ্ঞতা এখনও হয়নি। তিনি হয়তো স্টেইনের সাথে প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু নিজের সঠিক লেন্থ খুঁজে পেতে তিনি ব্যর্থ। স্টেইনের থেকে দীর্ঘদিন বোলিং পরামর্শ নেওয়ার পরেও তিনি গতবছরের মতো একই ভুল এই বছরেও করেছেন।"
অন্যদিকে নিজের ফর্ম নিয়ে উমরান বলেছেন, "গত বছর আমি প্রতিটি ম্যাচে খেলেছি এবং আমার সমস্ত ওভার আমি বল করেছি। এই বছর আমি খুব কম ওভার বল করার সুযোগ পেয়েছি এবং মাত্র ৫ টি উইকেট পেয়েছি। আমি যখন খেলার সুযোগ পাইনি আমি কঠোর পরিশ্রম করেছি এবং আমি আশা করছি আমি আবার ভালো বোলিং করব। "