আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তারকা ব্যাটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গুজরাট টাইটান্সের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন কেন উইলিয়ামসন। শনিবার আইপিএল মরশুমের উদ্বোধনী ম্যাচে বাউন্ডারিতে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। কিছুক্ষণ যন্ত্রণার মধ্যে মাটিতে শুয়ে থাকার পর, তাঁকে শীঘ্রই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। রবিবার ঘোষণা করা হয়েছিল যে গুজরাট টাইটান্সের হয়ে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। এবার পাওয়া গেল আরও বড় দুঃসংবাদ।
নিউজিল্যান্ড দলের জন্যও উইলিয়ামসনের চোট বড় ধাক্কা। এই বছর ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই খেলতে হবে কিউইদের। নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটারের ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে গিয়েছিল এবং তার অস্ত্রোপচার করা হবে।
নিউজিল্যান্ড ক্রিকেট কোচ গ্যারি স্টেডের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, "কেনের দুর্ভাগ্যবশত ডান হাঁটুতে চোট লাগে ও তার এসিএল ফেটে গিয়েছে।"
বিশ্বকাপ শুরু হতে আর বাকি ছয় মাস। আগামী ৫ই অক্টোবর থেকে ১৯ শে নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। এসিএল সম্পূর্ণভাবে ঠিক হতে সাধারণত ছয় থেকে নয় মাস লাগে। উইলিয়ামসন আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করতে চলেছেন। তাই ভারতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে তার দলে থাকার সম্ভাবনা কম।
একটি বিবৃতিতে কেন জানিয়েছেন, "এই ইনজুরির পর থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য ধন্যবাদ।এখন আমি সম্পূর্ণ ভাবে আমার দলকে সাহায্য করবো।" এছাড়াও তিনি জানান, "গুজরাট টাইটানস এবং নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই তাদের সমর্থনের জন্য।"
উইলিয়ামসন ১৬১ টি একদিনের ম্যাচ খেলে নিউজিল্যান্ডের হয়ে চতুর্থ-সর্বোচ্চ রান করেছেন (৬৫৫৪), সেই সঙ্গে চতুর্থ-সর্বোচ্চ সেঞ্চুরি (১২), তার গড় ৪৭.৮৩।