এশিয়ান গেমস ২০২৩ এর আগে ৩৩৯৭.৩২ কোটি টাকার বাজেট পেল ক্রীড়া ক্ষেত্র

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ক্রীড়াবিদদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে ভারতীয় সরকার। বুধবার ২০২৩-২৪ আর্থিক বছরের ইউনিয়ন বাজেটে স্পোর্টস সেক্টরের জন্য দেশের সর্বকালিন সর্বোচ্চ বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছরের তুলনায় ৩০০ কোটিরও বেশি টাকার বাজেট পাবে ক্রীড়া ক্ষেত্র। ২০২২-২৩ ইউনিয়ন বাজেটে স্পোর্টস সেক্টরের জন্য ৩৩৯৭.৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বুধবার দেশের অর্থমন্ত্রী এই বাজেট ঘোষণা করেন। আসন্ন ২০২৩ এশিয়ান গেমস এবং প্যারিস অলিম্পিকের কথা মাথায় রেখে বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশাল পরিমাণ অর্থের মধ্যে মধ্যে 'খেলো ইন্ডিয়া' পাবে ১০৪৫ কোটি টাকার তহবিল।
২০২২-২৩ বাজেটে ক্রীড়া ক্ষেত্রে ৩৩৪.৭২ কোটি টাকার বৃদ্ধি হয়েছে। অলিম্পিকে পদকের লক্ষ্য রেখে এই বিশাল বাজেট ক্রীড়াবিদদেরও আরও কঠোর অনুশীলনে উৎসাহ যোগাবে।