বিশ্বকাপ থেকে যন্ত্রণার বিদায় ভারতের মেয়েদের! লড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হার মিতালি-স্মৃতিদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবারটা যন্ত্রণার মধ্যেই কাটবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের! শুধু একটা নো বল - তাতেই আশাভঙ্গ ভারতের মেয়েদের। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল টিম ইন্ডিয়াকে।
প্রথমে ব্যাট করে ২৭৪ রানের বিশাল স্কোর খাঁড়া করে ভারত। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা (৭১) ও শেফালি ভর্মা (৫৩) দারুণ শুরু দেন ভারতকে। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার মিতালি রাজ (৬৮) ও হরমনপ্রীত কৌর (৪৮) বেশ কার্যকরী ব্যাটিং করেন। কিন্তু শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বোলাররা চেপে রাখেন ভারতীয় ব্যাটারদের।
জবাবে শুরুতে লিজেল লি আউট হলেও খেলা ধরে নেন লরা উলভার্ট (৮০) ও লারা গুডঅল (৪৯)। এরপর সুন লুস (২২) ও মারিজানে কাপ (৩২) লড়াই করেন। কিন্তু শেষ অবধি মিগনন ডু প্রিজ ৫২ রানের প্রত্যয়ী ইনিংস খেলে একেবারে শেষ বলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতান।
শেষ ওভারে সাত রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু দীপ্তি শর্মার একটি নো বলের জেরে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।