ইস্টবেঙ্গল নয়, এই বিশেষ অনুরোধ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে বৈঠক সৌরভ গাঙ্গুলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার বিকেলে নবান্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আর এই বৈঠক নিয়ে নানা গুঞ্জন, নানা গুজব রটেই চলেছে বিভিন্ন মাধ্যমে।
আসলে, সৌরভ ও মমতার মধ্যেকার এই বৈঠকে প্রধান বিষয় ছিল, ডুমুরজলার খেলনগরীতে রাজ্য সরকারের তরফ থেকে স্টেডিয়াম তৈরির জন্য যে জমি সিএবিকে দেওয়া হয়েছিল, সেই জমির আশেপাশে জলাশয় থাকার দরুণ কাজ হচ্ছে না। ফলে বিকল্প কোনও জমি প্রদান করা যায় কিনা, সেই নিয়েই আলোচনা হয়েছিল। এমনটাই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি জানিয়েছেন, আইপিএল প্লেঅফস নিয়ে কোনও কথা হয়নি সৌরভ-মমতার।
তবে এই বৈঠক নিয়ে অত্যন্ত বড় গুঞ্জন রটে, যা হল ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংক্রান্ত ইস্যু। বলা বাহুল্য, কয়েক দিন আগে সৌরভ গাঙ্গুলি ও ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের মধ্যে একটি সৌজন্যমূলক সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতকে কেন্দ্র করেই এই গুঞ্জন রটেছে, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইস্যু নিয়েও মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবেন সৌরভ।
তবে এক্সট্রা টাইম বাংলার কাছে সূত্র মারফত যা খবর, এই গুঞ্জন সম্পূর্ণ ভুয়ো। বর্তমানে দেবব্রত সরকার রয়েছে মুম্বইতে, ফলে ক্লাবের শীর্ষকর্তাকে ছাড়া সৌরভ কেন ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইস্যু নিয়ে কথা বলবেন, এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে স্রেফ গুঞ্জনের হাওয়ায় ভেসে এই খবর ছড়ানো হয়েছে বিভিন্ন মাধ্যমে।