শুভমন গিলকে নিয়ে এমন বড় বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরেছে ভারত। এই পরিস্থিতিতে ভারতীয় খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
লর্ডসে প্রথম ইউকে নামক এক এনজিও-র অনুষ্ঠানে এসে শুভমন গিল ও রবীন্দ্র জাদেজার বড় প্রশংসা করেন ভারতীয় ক্রিকেটের মহারাজ। তিনি জানিয়েছেন, যে প্রতিভা শুভমনের রয়েছে, তাতে তিনি যে কোনও বাধা অতিক্রম করতে পারেন।
এদিকে যখন সৌরভকে জিজ্ঞেস করা হয় যে এই ফাইনালের জন্য কি তৈরি ছিলেন না ভারতীয় খেলোয়াড়রা? এর জবাবে প্রাক্তন বিসিসিআই সভাপতি জানিয়েছেন, ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের দেশের হয়ে খেলার গর্ব অনুভব করে। সৌরভের কথা অনুযায়ী, ভারতে আইপিএল খুবই বড়ভাবে আয়োজিত হয়, কিন্তু ভারতের হয়ে খেলার থেকে কোনও কিছুই বড় নয়।
আরও পড়ুন - সৌরভের নিরাপত্তা বলয় শুনলে অবাক হয়ে যাবেন!
লর্ডসের পেলহ্যাম রুমে প্রথম ইউকে নামক এনজিওর একটি অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত হন সৌরভ। এই অনুষ্ঠানে, ভারতের গরীব ও দুঃস্থ শিশু, বিশেষত কন্যাসন্তানদের সাহায্যের জন্য একটি চ্যারিটি নিলামের আয়োজন করা হয়। সৌরভ নিজেও এই মানবিক কাজে অংশ নেবেন।
প্রথম ইউকের কথা বললে, ব্রিটেনের অন্যতম বড় শিক্ষাগত এনজিও হিসেবে দেশজুড়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।