ফুটবল বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকছেন ক্রিকেটের মহারাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিসিসিআই সভাপতি পদ থেকে সরে আসার পর মোহনবাগান ক্লাব তাঁবুতে গিয়ে সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন তিনি ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচ কাতারের মাঠে বসে দেখবেন। যেমন কথা তেমন কাজ বাংলার গৌরবের। ক্রিকেট মাঠের রাজা সৌরভের ফুটবলের প্রতি ভালোবাসা বহু পুরোনো। একসময় নিজেও ফুটবল খেলতেন চুটিয়ে। এবার ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি দেখতে চলেছেন মাঠে বসে সরাসরি।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপ ফাইনাল দেখতে প্রস্তুত সৌরভ গাঙ্গুলি। এই মুহূর্তে তিনি রয়েছেন নিজের লন্ডনের বাড়িতে। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায় যে, লন্ডনে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে, কন্যা সানা এবং অন্যান্য পরিবারের সদস্যদের সাথে লন্ডনের ঠান্ডা উপভোগ করছেন সৌরভ। সেখান থেকেই কাতারে ১৮ তারিখ বিশ্বকাপ ফাইনাল দেখতে পৌঁছে যাবেন তিনি।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ইতিমধ্যে পৌঁছে গেছে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, মরক্কো এবং ফ্রান্স। এই চার দেশের মধ্যে কোন দেশ করবে বিশ্বজয়? সে নিয়ে চলছে তর্ক-বিতর্ক। বাড়ছে ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ। আর সেই উত্তেজনার জোয়াড়েই এবার গা ভাসাতে চলেছেন মহারাজ।