স্টারের থেকে আইপিএল সম্প্রচার স্বত্ত্ব ছিনিয়ে নিতে জোট বাঁধতে চলেছে সোনি-অ্যামাজন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২০২২ আইপিএলের পর সম্প্রচারের নয়া চক্র শুরু হবে, যা ২০২৩-২০২৭ অবধি চলবে। আর এই পরিস্থিতিতে বিসিসিআই সম্প্রচার স্বত্ত্বের জন্য আগামী ডিসেম্বর নিলামের আয়োজন করবে। এই পরিস্থিতিতে স্টারের থেকে সম্প্রচার স্বত্ত্ব নিতে এবার জোট বাঁধছে সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া ও অ্যামাজনের অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওস।
আশা করা হচ্ছে, তিন থেকে চার বিলিয়ন ডলারের দর দিতে পারে সোনি-অ্যামাজন। এর আগে ২০০৮-২০১৭ সাল অবধি সোনির কাছে ছিল আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব। কিন্তু ২০১৮-২২ চক্রের জন্য স্টার ইন্ডিয়া ১৬,৩৪৮ কোটি টাকার দর হেঁকেছিল, যা সোনির দর (১১,০৫০ কোটি) এর থেকে অনেক বেশি ছিল।
বিশেষজ্ঞদের তরফ থেকে জানা গিয়েছে, গত কয়েক বছর অনলাইন স্ট্রিমিংয়ে স্টারের বড় হাতিয়ার হয়ে উঠেছে 'হটস্টার'। এদিকে সোনি পিকচার্সের টিভিতে দারুণ জায়গা থাকলেও অনলাইন স্ট্রিমিংয়ে সেভাবে জায়গা করে নিতে পারেনি। আর এর জেরে অ্যামাজন প্রাইমের সাথে এই জোট বাঁধছে। এছাড়া অ্যামাজনও এর আগে আইপিএলের সম্প্রচার সত্ত্ব নেওয়ার চেষ্টা করছে।
ইতিমধ্যে অ্যামাজন প্রাইম ভিডিও ক্রীড়াজগতের অনলাইন স্ট্রিমিংয়ে হাত বাড়িয়েছে। এবার আইপিএলের মত বড় টুর্নামেন্টকে ধরতে তারা উদ্যত, আর এক্ষেত্রে সোনি পিকচার্স ইন্ডিয়া তাদের সহায়তা করতে পারে। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই অন্ততপক্ষে পাঁচ বিলিয়ন ডলার আশা করছে সম্প্রচার স্বত্ত্ব থেকে।