কেউ মনে রাখেনি! আইপিএল ২০২২ নিলামে অবিক্রিত 'চিন্না থালা' সুরেশ রায়না! আবেগবহুল নেট দুনিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১৪টি মরশুম ধরে আইপিএল চলে এসেছে, একাধিক সুপারস্টারের জন্ম দিয়েছে এই টুর্নামেন্ট। তবে মিস্টার আইপিএল একজনকেই বলা হয়, তিনি হলেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংসের 'চিন্না থালা' রায়না আর চেন্নাই যেন সমার্থক।
কিন্তু আইপিএলের পঞ্চদশ সংস্করণের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজিই কিনল না সুরেশ রায়নাকে। তার থেকেও বড় কথা, দ্বিতীয় রাউন্ডে যখন অবিক্রিতদের ফের ডাকা হয়, সেখানে নামই ছিল না রায়নার। অর্থাৎ কোনও ফ্র্যাঞ্চাইজিই তাকে পুনরায় কেনার জন্য নাম নথিভুক্ত করেনি।
আর এই নিয়ে আবেগবহুল হয়েছে ক্রিকেট বিশ্ব তথা নেট দুনিয়া। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ রান করার নজির গড়েছেন রায়না। যদিও গত বছর চুড়ান্ত খারাপ ফর্মে ছিলেন সুরেশ রায়না, তবে এই বছর রায়নার প্রতি কারোর আগ্রহ না দেখানোয় হতবাক হয়েছে নেটিজেনরা।
টুইটারে ইতিমধ্যেই ট্রেন্ডিং হয়েছে #Raina #ChinnaThala। দেখে নিন কে কি প্রতিক্রিয়া দিল -