পুরীর সমুদ্রে উল্টালো বোট! জোর প্রাণে বাঁচলেন স্নেহাশিস গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গু্লি্র দাদা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি এক ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তিনি তাঁর স্ত্রী অর্পিতা গাঙ্গুলির সঙ্গে ওড়িশার পুরীতে ছুটি কাটাতে গিয়ে এই দুর্ঘটনার সম্মুখীন হন। ঘটনাটি ঘটে যখন তারা সমুদ্রতটে।
অর্পিতা গাঙ্গুলি জানান, "সমুদ্র খুবই খারাপ ছিল। নৌকাটির ধারণক্ষমতা ছিল ১০ জনের, কিন্তু সেখানে মাত্র তিন থেকে চারজনকে তোলা হয়েছিল। এটি ছিল ওই দিনের শেষ নৌকা। আমরা সমুদ্রে যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম, কিন্তু অপারেটররা আশ্বস্ত করেছিল যে সব ঠিক আছে।" তিনি আরও জানান, একটি বিশাল ঢেউ এসে নৌকাটিকে আঘাত করে।
এই ঘটনার পর অর্পিতা গাঙ্গুলি কড়া ভাষায় অপারেটরদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, "লাইফগার্ডরা না এলে আমরা বাঁচতে পারতাম না। আমি এখনো মানসিকভাবে বিপর্যস্ত... আগে কখনো এমন কিছু অভিজ্ঞতা হয়নি। যদি নৌকায় আরও কিছু মানুষ থাকত, হয়তো তা উল্টে যেত না। কর্তৃপক্ষের উচিত এখানে জলক্রীড়া নিষিদ্ধ করা। পুরী সমুদ্রতট অত্যন্ত বিপজ্জনক। কলকাতায় ফিরে আমি এসপি এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই খেলা বন্ধ করার আবেদন জানাব।"
Exclusive: পুরীর সমুদ্রে উল্টালো বোট! জোর প্রাণে বাঁচলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।#SnehasishGanguly #SouravGanguly #CAB #Accident #Puri #XtraTimeBangla pic.twitter.com/hVBAbRca33
— XtratimeBangla (@XtratimeB) May 26, 2025
সামনেই শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-২০ লীগ। তারপরেই আসছে সিএবি-র নির্বাচন। ফলে স্নেহাশীষ গাঙ্গুলির সময়সূচি আগেই ব্যস্ত। এর মধ্যেই তিনি স্ত্রীকে নিয়ে পুরীতে ছুটি কাটাতে যান। তবে সৌরভ গাঙ্গুলির দাদা এবং বৌদি কখনও কল্পনাও করেননি যে এই ছুটির মধ্যে এমন এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হবেন।
এই ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং জলক্রীড়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।