নিজেকে শচীন-বিরাটের সাথে তুলনায় আনতে রাজি নন শুভমন গিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। ২৪ বছরের এই ব্যাটার ১৬ ম্যাচে ৮৫১ রান করেছেন গুজরাট টাইটান্সের হয়ে। চলতি আইপিএলে গুজরাটের সাফল্যের অন্যতম বড় কারণ হলেন গিল।
সাম্প্রতিক সময়ে শুভমনের ব্যাটিংয়ের সাথে অনেকে তুলনা করছে ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার শচীন তেন্ডুলকার ও বিরাট কোহলির সাথে।
কিন্তু এরকম তুলনায় নিজেকে জড়াতে রাজি নন গিল। এক সাক্ষাৎকারে শুভমন জানিয়েছেন, ব্যাটিংয়ের প্রশংসা তাকে খুশি করলেও কোনওভাবে তুলনায় আসতে চান না তিনি।
আরও পড়ুন - শুভমনের ব্যাটে মুগ্ধ শচীন, ফাইনালের আগে ভূয়সী প্রশংসা গিলের
এই বিষয়ে শুভমন বলেছেন, "খুব ভালো লাগে যখন মানুষ আমার ব্যাটিং দেখে, কিন্তু আমি সত্যিই এই তুলনা দেখি না। কারণ যে সকল প্রজন্মকে শচীন স্যার, বিরাট ভাই আর রোহিত শর্মা উদ্দিপ্ত করেছে, তা সত্যিই তুলনাহীন।"
"যদি আমরা ১৯৮৩ বিশ্বকাপ না জিততাম, আমরা শচীন তেন্ডুলকারকে পেতাম না। যদি আমরা ২০১১ বিশ্বকাপ না জিততাম তাহলে আমরা এত অনুপ্রাণিত হতাম না। তাই এই ধরণের ঐতিহ্য, এই ধরণের বিষয় অমর, আপনি এদের ঐতিহ্যকে তুলনা করতে পারেন না।"
সোমবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩ এর ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে শুভমন গিলের গুজরাট টাইটান্স।