আরসিবিকে হারিয়ে অশ্লীল মন্তব্যের শিকার হলেন শুভমান ও তাঁর বোন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট টাইটান্স ম্যাচের ভাগ্য একা গড়ে দেন ভারতীয় তরুণ প্রতিভা শুভমান গিল। ৫২ বলে তাঁর ১০৪ রানের অপরাজিত ইনিংস শেষ করে দেয় আরসিবির প্লে অফ খেলার স্বপ্ন। গিলের এই অসাধারণ ইনিংসের পর গোটা দেশ যখন তাঁর প্রশংসায় ব্যস্ত, তখন আরসিবি তথা কোহলি ভক্তরা বেছে নেন কটুক্তির পথ।
প্রসঙ্গত ২০২৩ আইপিএলের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে জিতলেই প্লে অফে পৌঁছে যেত বিরাট বাহিনী। অন্যদিকে গুজরাট টাইটান্স ইতিমধ্যেই প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলেছিল। বিরাট কোহলি অসাধারণ শতরানের পরেও আরসিবির পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না আরসিবি সমর্থকরা।
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়াতে শুভমান গিল এবং তাঁর বোন শাহনীল গিলের উদ্দেশ্যে কটু কথা বলতে থাকেন আরসিবি সমর্থকরা। শুভমানের বোন ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়াতে ম্যাচের কিছু ছবি পোস্ট করে লেখেন অসাধারণ একটি দিন। আর তাতেই চটে যান বিরাট বাহিনী। শাহনীল গিলের সেই পোস্টে শুভমান ও শাহনীল দুজনের বিষয়েই বাজে কথা লিখতে শুরু করেন আরসিবির সমর্থকরা।
https://www.instagram.com/p/CrWCzhAyOHJ/?igshid=NTc4MTIwNjQ2YQ==
ভারতের ভবিষ্যতের নায়কের বিষয় এমন কটুক্তি মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট মহল। টুইটারে এই ঘটনার তিব্র নিন্দা করেন তাঁরা।
অন্যদিকে শুভমানের সেঞ্চুরিতে ছিটকে গেলেও ম্যাচ শেষে শুভমানকে জড়িয়ে ধরেন বিরাট। ভক্তরা লজ্জাজনক ঘটনা ঘটালেও বিরাট তাঁর ভক্তদের সরাসরি বুঝিয়ে দেন ভারতের ভবিষ্যতকে আক্রমণ না করে তাঁকে কাছে টেনে নেওয়া উচিত।
সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে কাদা ছোড়াছুড়ি একদমই অনুচিত কাজ। এবং আইপিএলের ম্যাচকে ঘিরে ভারতীয় ক্রিকেটার ও তাদের পরিবার টেনে নিন্দনীয় কটুক্তি আসলে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি করছে তা বলাই যায়।