আমি পাগল হয়ে যাব নিশ্চিত! সহ-কর্নধার শাহরুখ খানের সাথে দেখা করতে উদগ্রীব শ্রেয়াস আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের নব নিযুক্ত অধিনায়ক শ্রেয়াস আইয়ার মরিয়া আইপিএল খেতাব জেতার জন্য। তবে এর সাথেও শ্রেয়াস আইয়ারের একটি বড় ইচ্ছে রয়েছে, আর তা হল বলিউড সুপারস্টার তথা কেকেআর সহ কর্ণধার শাহরুখ খানের সাথে দেখা করার।
এক সাংবাদিক বৈঠকে, শ্রেয়াস আইয়ার শাহরুখের প্রতি নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। এবং তিনি জানিয়েছেন, যদি শাহরুখের সাথে দেখা হয়, তাহলে কিছুটা হলেও পাগল হয়ে যাবেন, কারণ এত বছর ধরে বলিউডের বাদশাহকে ভালোবেসে এসেছেন শ্রেয়াস।
শাহরুখ বলেছেন, "আমি ওনার (শাহরুখ খান) সাথে আলাপ করিনি। আমি মুখিয়ে রয়েছি সেই মুহুর্তটির জন্য কারণ ও আমার জন্য একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। কারণ যখনই আমি বিরতি পাই আমি ওনার সাক্ষাৎকার দেখি এবং আমার ভালো লাগে এই ইন্ডাস্ট্রিতে যে চমক উনি আনেন।"
"আর যখনই উনি স্টেডিয়ামে উপস্থিত থাকেন, যে সমর্থন উনি দলের জন্য প্রদান করেন, তা বাইরে থেকে দেখতে অসাধারণ লাগে। হ্যাঁ, আমি উদগ্রীব এবং অপেক্ষা করে রয়েছে, সময় গুনছি। যখনই আমি সুযোগ পাব ওনার সাথে দেখা করার, আমি একটু হলেও পাগল হয়ে যাব।"