দলের স্বার্থে এই আত্মত্যাগ করতে তৈরি KKR অধিনায়ক শ্রেয়াস আইয়ার, ছাড়বেন নিজের পছন্দের জায়গা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২ এর অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। আর কেকেআরকে সাফল্যের পথে নিয়ে যেতে বড় ভূমিকা নিতে হবে নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে।
সদ্য আইপিএল নিলামে ১২.২৫ কোটি টাকায় কেনা শ্রেয়াস আইয়ারের ব্যাটের উপর অনেকটা নির্ভর করবে কেকেআরের সাফল্য। তবে শ্রেয়াস জানিয়েছেন, তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করলেও দলের প্রয়োজনে যে কোনও জায়গায় নামতে তৈরি তিনি। ভারতীয় দলে পাঁচ নম্বরেই ব্যাট করতে নামেন আইয়ার, আর কলকাতা দলে নীতিশ রানার মত ব্যাটার থাকায় নিজেকে ব্যাটিং অর্ডারের নীচে নামানোর বার্তা দিলেন আইয়ার।
কেকেআর ডট ইনের সাথে এক সাক্ষাৎকারে আইয়ার বলেছেন, "ব্যক্তিগতভাবে আমি তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করি এবং মনে করি এটিই আমার জন্য সঠিন জায়গা যেহেতু আমি এই পজিশনে অনেক দিন ধরে ব্যাট করছি। তবে, আমি যে কোনও জায়গায় ব্যাট করতে খুশি হব যখন দলের প্রয়োজন হবে। আমি এই নিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করব এবং আগামী চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে আমি প্রস্তুত।"
"আপনি নিজেকে অ্যাঙ্কর হিসেবে তুলে ধরতে পারেন। তবে ভিন্ন সময়ে ভিন্ন পরিস্থিতি আসবে। একটি নির্দিষ্ট দিনে, আপনাকে পাওয়ার হিটার হতে হবে, আবার কিছু কিছু দিনে, আপনাকে অ্যাঙ্করের ভূমিকায় খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী আপনার ভূমিকা বদলাবে। আপনি কেবল একজন খেলোয়াড়ের উপর ভরসা করতে পারেন না যিনি ইনিংস সামলাবেন। যদি আপনার দিন হয়, তাহলে আপনার সর্বস্ব নিয়ে এগিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আপনি দলকে জিতিয়ে আনেন। সোজা কথা, দলের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।"