অস্ত্রপচার করবেন না কেকেআর অধিনায়ক! জানুন আসল কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৩ শুরুর আগেই চরম বিপদে কলকাতা নাইট রাইডার্স দল। পিঠের চোটের কারণে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার সম্ভবত ছিটকে গেছেন গোটা আইপিএল থেকে। নতুন অধিনায়কের খোঁজে নাইট ম্যানেজমেন্ট।
অন্যদিকে অস্ত্রোপচার করছেন না শ্রেয়াস আইয়ার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল শ্রেয়াসকে পরামর্শ দিয়েছিল যাতে এই তারকা ব্যাটার অস্ত্রোপচার করে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এই অস্ত্রপচার করলে শ্রেয়াস ৫ থেকে ৬ মাস মাঠের বাইরে চলে যাবেন। যার ফলে অক্টোবর-নভেম্বর মাসে হতে চলা ক্রিকেট বিশ্বকাপেও তিনি অনিশ্চিত হয়ে পড়তেন।
সম্প্রতি ক্রিকবাজের তরফে জানানো হয়েছে যে শ্রেয়াস আইয়ার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পিঠের অস্ত্রোপচারের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। আইয়ারের মেরুদন্ডে স্ফিত ডিস্ক রয়েছে যার জন্যেই তাঁর যন্ত্রণা হচ্ছে। ব্যথা কমাতে তাঁকে ইঞ্জেকসনও নিতে হয়।
খবর অনুযায়ী, কেকেআর অধিনায়ক ইতিমধ্যে তাঁর পিঠের জন্য আয়ুর্বেদিক শুশ্রূষা শুরু করে দিয়েছেন। শ্রেয়াস অপেক্ষা করছেন ব্যথা কমার। ব্যথা কমলেই তিনি শারীরিক চর্চা শুরু করে দেবেন।
কেকেআর অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন নিতিশ রানা, আন্দ্রে রাসেল এবং টিম সাউদি।