কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েই ভাগ্য ফিরল শ্রেয়াস আইয়ারের! ১২.২৫ কোটির যোগ্য পারফর্ম করছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে ক্লিন সুইপ করেছে টিম ইন্ডিয়া। এই সিরিজ থেকে রোহিত শর্মারা একাধিক ইতিবাচক বিষয় পেলেও সব থেকে বড় পাওনা হল শ্রেয়াস আইয়ারের ফর্ম।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচেই আইয়ারের রান যথাক্রমে অপরাজিত ৫৭, অপরাজিত ৭৪, অপরাজিত ৭৩। আর এর জেরে পেয়েছেন সিরিজ সেরার পুরষ্কার। আর এর জেরে বিরাট কোহলির বড় রেকর্ড ভেঙেছেন আইয়ার। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে বিরাট কোহলি তিন ম্যাচে ১৯৯ রান করেছিলেন, যা ছিল তিন ম্যাচের টি২০ সিরিজে সর্বোচ্চ রান। আর সেই রেকর্ড ভাঙলেন আইয়ার।
ফলে শ্রেয়াসের এই ফর্ম নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্সের জন্য দারুণ খবর হবে। অধিনায়ক যদি টি২০তে এই ফর্মে থাকেন, তাহলে তা আইপিএলে দারুণভাবে কাজে আসবে নাইটদের জন্য।
শুধু কি টি২০তে, ওয়ানডে ও টেস্ট ম্যাচেও বড় রান করেছেন শ্রেয়াস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ৮০ রান করেন আইয়ার। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করেছেন তিনি। ফলে মুম্বইয়ের এই ব্যাটার বুঝিয়ে দিচ্ছেন, ভারতীয় ব্যাটিং লাইন আপে কতটা উপযোগী তিনি।
আর এর জেরে বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে বড় ভুল করেছে দিল্লি ক্যাপিটালস। যদিও সমালোচনা উঠেছিল, ১২.২৫ কোটি টাকার বিপুল অর্থে কেন কেকেআর শ্রেয়াসকে তুলেছিল? হয়ত সেই সমালোচনার জবাব এল এই সিরিজেই।
শ্রেয়াসের এই ফর্ম কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে তো বটেই, আসন্ন টি২০ বিশ্বকাপের জন্যও উপযোগী হবে। মিডল অর্ডারে এমন একজন, যিনি ধৈর্যশীল অথচ আগ্রাসী ব্যাটিং করতে পারবেন, সেই জায়গাই পূরণ করে দিচ্ছেন শ্রেয়াস আইয়ার।