ম্যাচ হারার পর সোশ্যাল মিডিয়ায় চরম আক্রমণের শিকার KKR উইকেটকিপার শেল্ডন জ্যাকসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাই-স্কোরিং থ্রিলার ম্যাচে অল্পের জন্য হার মানতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। আর এই হারের পর সোশ্যাল মিডিয়ায় নাইটদের নিয়ে চরম সমালোচনা শুরু হয়।
তবে সব থেকে বেশি সমালোচনার শিকার হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার শেল্ডন জ্যাকসন। শুধু সমালোচনাই নয়, বরং বলা ভালো আক্রমণের শিকার হয়েছেন জ্যাকসন। কলকাতার হারের জন্য ৩৫ বছরের এই সৌরাষ্ট্রের খেলোয়াড়কে দায়ী করছে নেটিজেনরা।
শেল্ডন জ্যাকসন ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে দেখা যায়নি। বরং পেসার উমেশ যাদব ব্যাট হাতে ঝড় তুললেও, শেল্ডন জ্যাকসনের মত ব্যাটারকে একপ্রকার টেলএন্ডারের মত লেগেছে। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৮ রান। কিন্তু ১৯তম ওভারে প্রসিধ কৃষ্ণার ওভারে একটিও বাউন্ডারি মারতে পারেননি জ্যাকসন। আর অন্তিম ওভারে ওবেদ ম্যাককয়ের দ্বিতীয় বলে আউট হয়ে বসেন জ্যাকসন।
আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুরু হয় জ্যাকসনের উপর। দেখে নেওয়া যাক কিরকম আক্রমণ উঠে এসেছে।