রঙিন জীবনে থাকা সত্ত্বেও রাজস্থান রয়্যালসে শৃঙ্খলা বেঁধে রেখেছিলেন শেন ওয়ার্ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আকষ্মিকভাবে প্রয়াত হয়েছেন শেন ওয়ার্ন। থাইল্যান্ডের এক ভিলায় মারা যান এই কিংবদন্তি স্পিনার। প্রাক্তন এই স্পিনারের কেরিয়ারে একাধিক চমৎকার মুহুর্ত এসেছিল, তবে অন্যতম সেরা মুহুর্ত হল আইপিএল চ্যাম্পিয়ন হওয়া।
একেবারে অনভিজ্ঞ কিছু ক্রিকেটারদের নিয়ে তৈরি করা রাজস্থান রয়্যালসকে উদ্বোধনী আইপিএল জিতিয়ে আনেন শেন ওয়ার্ন। তবে রঙিন জীবনে অভ্যস্ত ওয়ার্ন ক্রিকেটীয় দিক থেকে একেবারে পেশাদার ছিলেন। আর সেই পেশাদারিত্ব ও শৃঙ্খলা এনেছিলেন রাজস্থান রয়্যালস দলে।
এই নিয়ে প্রাক্তন রাজস্থান অধিনায়ক পঙ্কজ সিং, যিনি ২০০৮ সালে ওয়ার্নের অধীনে খেলেছেন, তিনি বলেছেন, "শৃঙ্খলাকে উনি সবার উপরে রাখতেন। ক্রিকেটের প্রতিদ্বন্দ্বী জায়গার বাইরে, উনি খুবই খুশি ও প্রিয় একজন চরিত্র ছিলেন। কিন্তু যখন ক্রিকেটের বিষয় আসে, উনি কখনই কোনও কিছুতে আপোষ করেননি। উনি মান অনেক উঁচু করেছিলেন এবং সেই কারণে তরুণদের নিয়ে সাজানো এই দল প্রথম আইপিএল জিতেছিল। উনি একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন। ওনাকে আমরা মিস করব।"
এদিকে ২০১১-১৩ মরশুমে আইপিএলে রাজস্থানে খেলা অশোক মানেরিয়া জানিয়েছেন, শৃঙ্খলা ভাঙা ক্রিকেটারদের জন্য একটি গোলাপি পুতুলের ব্যবস্থা করতেন ওয়ার্ন। আর তা নিয়ে সর্বত্র ঘুরতে হত।
এই নিয়ে মানেরিয়া বলেছেন, "উনি নিজের মত করে সব কিছু করতেন এবং গোলাপি পুতুলটি এর মধ্যে একটি। যদি আপনি অনুশীলনের জন্য সময়ে না পৌছতে পারেন, বা টিম বাসে উঠতে দেরি হত, বা শৃঙ্খলাগত কোনও বিচ্যুতি হলে, শাস্তি হিসেবে গোলাপি পুতুল ধরে রাখতে হত। একজন খেলোয়াড়কে সেটি বিমানবন্দরে, মাঠে আর সব জায়গায় নিয়ে যেতে হত। খুবই লজ্জাজনক ছিল বিষয়টি। কিন্তু এতে দলের খেলোয়াড়রা নিয়ম সম্বন্ধে সচেতন ছিল। ওয়ার্ন আমাদের শৃঙ্খল করে রেখেছিলেন।"