গতি দিয়ে কিছুই হয় না! নাম না করে উমরান মালিককে খোঁচা দিলেন শাহীন আফ্রিদি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অবধি পদার্পণ না করলেও ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে বড় নাম করেছেন উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের এই পেসার সদ্য আইপিএলে অনবরত ১৫০ কিমির গতিতে বল করেছেন, এবং এই দুর্ধর্ষ গতিতে বিপদে পড়েছেন বিশ্বমানের ব্যাটাররা।
এবং এই গতির জেরে অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটেও সফলতা অর্জন করবেন উমরান। তবে এই ধারণার সাথে সহমত নন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। তিনি মনে করেন, লাইন ও লেংথ ছাড়া শুধু গতি দিয়েই কিছু হয় না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে শাহীনের কাছে প্রশ্ন আসে, আইপিএলে উমরান ও লকি ফার্গুসন যেভাবে গতি দিয়ে প্রতিপক্ষদের বিব্রত করেছেন, সেটি দেখে কি নিজের গতিও বাড়াবেন?
এই নিয়ে শাহীন বলেন, "গতি দিয়ে কিছুই হয় না। আমি জোরে বল করার বিষয়ে ভাবিনি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, গতির কোনও কাজ নেই। যদি আপনার কাছে লাইন, লেংথ ও সুইং না থাকে, আপনি ব্যাটারকে সহজে হারাতে পারবেন না। যাই হোক, আমি আমার ফিটনেসের উপর জোর দেব যাতে আমার গতি আরও বাড়ে। আশা করি, আমি আরও গতি আনতে পারব এবং আমার লাইন ও লেংথ আরও ভালো হবে।"
আইপিএল ২০২২ এ দুর্দান্ত পারফর্মেন্সের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শাহীন।