জিম্বাবওয়ে সফরে যাওয়া ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার শাহবাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুখবর বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য। আসন্ন জিম্বাবওয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ঘরোয়া ক্রিকেটে লাগাতার অসাধারণ পারফর্মেন্সের পুরষ্কার পেলেন শাহবাজ।
ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে চোট পান অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, যিনি এর আগে ছিলেন জিম্বাবওয়ে সফররত ভারতীয় দলে। কিন্তু চোট পেয়ে ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন শাহবাজ। তবে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের সুযোগ দীর্ঘদিন ধরে প্রাপ্য ছিল।
২০২২ আইপিএলে শাহবাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৬ ম্যাচে ২১৯ রান ও চারটি উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে ১৮ ম্যাচে ৪১ এর ব্যাটিং গড় ও ১৯ এর বোলিং গড় রয়েছে শাহবাজের।
আগামী বৃহস্পতিবার জিম্বাবওয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নামবে টিম ইন্ডিয়া। এরপর শনিবার ও আগামী সোমবার বাকি দুই ওয়ানডে খেলবে ভারত। এখন এটিই দেখার, এই ওয়ানডে সিরিজে কি সুযোগ পাবেন বাংলার শাহবাজ?