ভারতের হয়ে ম্যাচ জেতানোর ইচ্ছাশক্তি নিয়ে জিম্বাবওয়ে রওনা হলেন শাহবাজ আহমেদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অসাধারণ পারফর্মেন্সের পুরষ্কার পেলেন শাহবাজ আহমেদ। আসন্ন জিম্বাবওয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার এই অলরাউন্ডার। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে চোট পান আর এক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, আর তার পরিবর্তে জাতীয় দলে সুযোগ পেলেন শাহবাজ।
এই সুযোগ পাওয়াটাকে স্বপ্নপূরণ মনে করছেন শাহবাজ। সিএবি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ বলেছেন, "যারা ক্রিকেট খেলে তারা প্রত্যেকে ভারতের জার্সি পড়তে চায়। ভারতীয় দলে ডাক পাওয়াটা যেন স্বপ্ন সত্যি হওয়ার মত। যখনই আমি বাংলার হয়ে খেলেছি, আমি নিজের সর্বস্ব দিয়েছি। বাংলা আমার উপর ভরসা রেখেছিল। সুযোগ পেলে আমি আশা করব আমি ভারতের হয়ে নিজের ব্যাটিং ও বোলিংয়ে ম্যাচ জেতাতে পারব। আমি আশা করব দল আমার উপর ভরসা রাখবে।"
এদিকে শাহবাজ কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও বাংলা দলের সতীর্থদের। এই নিয়ে শাহবাজ বলেছেন, "সিএবি, বিশেষ করে কর্মকর্তারা আমার উপর সর্বদা আস্থা রেখেছেন। আমার প্রশিক্ষক ও আমার দলের সতীর্থরা প্রত্যেকে আমার জন্য অনেক বড় অবদান রেখেছেন এই জায়গায় পৌঁছনোর জন্য। আমি ওনাদের কাছে ঋণী।"
এদিকে শাহবাজ জানিয়েছেন, আইপিএলে খেলার অভিজ্ঞতা তাকে একজন ক্রিকেটার হিসেবে অনেক বেশি পরিণত করেছে। বিরাট কোহলির সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে খেলেন শাহবাজ।