৩ বছর পর ইডেনে ফিরতে চলেছেন কিং খান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএলে কলকাতার প্রথম হোম ম্যাচে সম্ভবত উপস্থিত থাকতে চলেছেন বলিউডের বাদশাহ তথা কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। প্রায় তিন বছর পর ইডেন গার্ডেন্সে হতে চলেছে আইপিএলের ম্যাচ। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের মতো তারকাদের ডুয়েল দেখতে মুখিয়ে থাকবে সমর্থকরা। সেই সঙ্গে ইনিংস ব্রেকের সময় হবে ড্রোন ও লেজার লাইট শো।
কেকেআর ও আরসিবির ম্যাচ যে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ হতে চলেছে তা বলাই বাহুল্য। শেষ ম্যাচে কেকেআর পাঞ্জাব কিংসের কাছে হেরেছিল তাই তারা চাইবে জয়ে ফিরতে। অন্যদিকে আরসিবি তাদের প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। সুতরাং তারা চাইবে জয়ের গতি অব্যাহত রাখতে।
তবে ইডেন গার্ডেন্সে শাহরুখ খানের উপস্থিতি নিশ্চিতভাবে যে কেকেআরের জন্য মনোবল বৃদ্ধি করবে তা বলাই বাহুল্য। বলিউড সুপারস্টারের ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্য সেই ২০০৮ সাল অর্থাৎ আইপিএল শুরু হওয়ার পর থেকে কেকেআর-এর ম্যাচগুলিতে উপস্থিত থাকেন।
প্রসঙ্গত ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সোমবার রাতে কলকাতায় পৌঁছেছে এবং মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সারবে।