ইডেনে ম্যাচ জিতে বিরাটকে কি শেখালেন শাহরুখ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ম্যাচ শেষে ইডেনে দুই রাজার সাক্ষাৎ বিশেষ মুহূর্ত তৈরি করল মাঠ জুড়ে। এদিন বলিউড মেগাস্টার শাহরুখ খান ও ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলিকে আলিঙ্গন করতে দেখা গেল।
শাহরুখ আশেপাশের সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণের জন্য কোরিওগ্রাফারের ভূমিকা পালন করেন, তিনি বিরাটকে "ঝুমে জো পাঠান" গানের তালে নাচ শেখাচ্ছিলেন। নাইট রাইডার্স, পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর এদিন ৮১ রানে আরসিবিকে হারিয়েছে। এদিন ইডেন গার্ডেন্সে ছিল দুর্দান্ত মেজাজ। শাহরুখ দুই দলের খেলোয়াড়দের সাথে দেখা করেন। শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী এবং নিতীশ রানার মতো খেলোয়াড় দেখা করেন তার সাথে।
তিন বছর পর শাহরুখ ইডেনে তার দল কেকেআরকে সমর্থন করতে আসেন। তার সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানা খান ও শানায়া কাপুর। কালো শার্ট ও ট্রাউজার পরেছিলেন কিং খান। তাকে একটি বাদামি চামড়ার ব্যাকপ্যাক পরতে দেখা গেছে। অন্যদিকে, সুহানাকে একটি কালো-ধূসর পোশাকে দেখা গেছে, যেখানে শানায়া কাপুর একটি স্লিভলেস সাদা টপ এবং প্যান্টে ছিলেন।