রিপোর্ট : আইপিএলের পর বিরাট কোহলির সাথে কথা বলবেন নির্বাচকরা, যেতে পারেন বিশ্রামে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে অত্যন্ত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ফর্ম নিয়ে চিন্তিত আপামর ভারতীয় ক্রিকেট মহল। এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটাররা পরামর্শ দিচ্ছেন, যেন আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলিতে বিশ্রাম নেন বিরাট।
এবার যা খবর, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বিরাট কোহলির সাথে আলোচনায় বসবেন চেতন শর্মার জাতীয় নির্বাচন কমিটি। ইনসাইডস্পোর্টের রিপোর্ট অনুযায়ী, আদৌ বিরাট কোহলি বিশ্রাম নিতে চান কিনা, কিংবা আগামী পরিকল্পনা কি, সে নিয়ে আলোচনায় বসবেন নির্বাচকরা।
এই নিয়ে নির্বাচন কমিটির এক সদস্য বলেছেন, "এটি একটি পর্যায় যা প্রতিটি খেলোয়াড়কে লড়াই করতে হয় এবং বিরাটও সেটির সাথে লড়াই করছেন। ও নিশ্চই অতিক্রম করবে। তবে নির্বাচক হিসেবে, আমাদের দলের কথা আগে ভাবতে হবে। আমরা ওর সাথে আলোচনা করব যে আদৌ ও ক্রিকেট থেকে বিরতি চায় কিনা নাকি এই কঠিন সময়ের সাথে লড়াই জারি রাখবে।"
এদিকে রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলিকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ ও আয়ারল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হতে পারে। চলতি আইপিএলে ইতিমধ্যেই তিনটি গোল্ডেন ডাক, অর্থাৎ প্রথম বলেই আউট হয়েছেন বিরাট। ১২ ম্যাচে মাত্র ১৯.৬৪ গড়ে ব্যাট করছেন কোহলি, যা সত্যিই উদ্বেগজনক। আর এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতেই পারেন নির্বাচকরা।