WTC Final: আইপিএলের জন্যেই কি ফাইনালে ব্যাটিং বিপর্যয় ভারতের?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৬৯ রানের জবাবে রোহিত বাহিনী দ্বিতীয় দিনের শেষে মাত্র ১৫১ রানে ৫ উইকেট হারিয়ে বসে।
ভারতীয় দলের এমন খারাপ ফলাফলের বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা। বিরাট কোহলির আউটটি ছাড়া প্রত্যেক ভারতীয় ব্যাটার নিজেদের ভুল সিদ্ধান্তে আউট হন।
তবে শুধু ভারতীয় ব্যাটাররাই নন, ভারতীয় পেস বোলাররাও ফাইনালে নিজেদের ফুটিয়ে তুলতে ব্যর্থ। বিশেষত প্রথম একাদশে সুযোগ পেয়েও সমর্থকদের আশাহত করেছেন উমেশ যাদব।
এছাড়াও ফাইনালের জন্য পর্যাপ্ত প্রস্তুতি না হওয়া এই ফলাফলের অন্যতম একটি কারণ। ওভালে ভারতীয় দল কিছু ক্রিকেটার ফাইনালের কিছুদিন আগে পৌঁছে গেলেও প্রস্তুতি অতোটাও ভালো হয়নি। প্রায় বেশিরভাগ ক্রিকেটার আইপিএল খেলে তবে পৌঁছেছেন লন্ডনে। স্বাভাবিক ভাবেই এক ফর্ম্যাট থেকে আরেক ফর্ম্যাটের ক্রিকেটে অল্প সময় মানিয়ে নেওয়া বেশ কঠিন।
দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ব্যাটারদের নিয় কড়া সমালোচনা হলেও সত্য কথাটি হল দুমাস আইপিএল খেলে এসে ইংল্যান্ডের পিচে ভালো ব্যাট করা এতো সহজ বিষয় নয়। যেকোনো ভালো ক্রিকেটারের জন্য এটি একটি কঠিন কাজ।
২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিউজিল্যান্ড দল ইংল্যান্ডে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন, যার ফলও তারা পেয়েছিলেন।
এবারের ফাইনালের আগেও অস্ট্রেলিয়া দল ব্রিসবেনে লাল বলে অনুশীলন করেছেন যেখানে ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন আইপিএল খেলতে।
আর এই কারণেই বিসিসিআই এর উচিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের সময় পরিবর্তনের চেষ্টা করা।