সরফরাজ খান ও অভিমন্যু ঈশ্বরণের জাতীয় দলে থাকা উচিত : সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আর এই দল নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। এবার দলে দুই ক্রিকেটারের না থাকা নিয়ে সওয়াল তুললেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
তিনি মনে করেন, সরফরাজ খান ও অভিমন্যু ঈশ্বরণের মত ব্যাটারদের সুযোগ পাওয়া উচিত ভারতীয় দলে, যাতে তারা নিজেদের প্রমাণ করতে পারে।
আরও পড়ুন- টেস্ট দলের সহ-অধিনায়ক হিসাবে রাহানের নাম দেখে চমকে গেলেন সৌরভ গাঙ্গুলি
এই নিয়ে সৌরভ এক সাক্ষাৎকারে বলেছেন, "আমার সরফরাজ খানের জন্য খারাপ লাগে। গত তিন বছরে যে পরিমাণে রান করেছেন, কোনও না কোনও সময়ে ওনার সুযোগ পাওয়া উচিত।"
"একই কথা বলব অভিমন্যু ঈশ্বরণকে নিয়ে, গত পাঁচ-ছয় বছরে প্রচুর রান করেছেন তিনি। আমি অবাক হয়েছি দুজনকেই বাদ দেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে ওনাদের সুযোগ দেওয়া উচিত।"
এদিকে সরফরাজের বিরুদ্ধে ফাস্ট বোলিং না খেলতে পারার যে কথা উঠেছিল, সেটি মানতে নারাজ সৌরভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর হিসেবে সৌরভ কাছ থেকে দেখেছেন সরফরাজকে।
এই নিয়ে সৌরভ বলেছেন, "আপনি যদি ওনাকে ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে খেলতে না দেন, তাহলে আপনি কি করে জানবেন? যদি ওনার সমস্যা থাকত তাহলে দেশের সর্বত্র এত রান করতেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে কোনও সমস্যা নেই এবং ওনাকে সুযোগ দেওয়া উচিত।"