মহানুভবতা! স্পেনে খেলতে যাওয়ার জন্য তরুণ ফুটবলারকে আর্থিক সাহায্য করলেন সঞ্জু স্যামসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বিবেচিত সঞ্জু স্যামসন। তবে মাঠের বাইরেও একজন বড় মনের মানুষ হিসেবে উদাহরণ তৈরি করেছেন কেরালার এই তারকা ক্রিকেটার। করোনার সময় দুঃস্থদের সাহায্য করা হোক, কিংবা মাঠকর্মীদের আর্থিক সহায়তা - সামাজিক কাজে স্যামসন সর্বদাই এগিয়ে আসেন। আর এবার এক তরুণ ফুটবলারের ভবিষ্যৎ গড়তে এগিয়ে এলেন।
কেরআলার তরুণ ফুটবলার আদর্শ সুযোগ পেয়েছেন স্পেনের পঞ্চম ডিভিশন ক্লাব সিডি এ ভিরগেন ডেল কামিনোয় এক মাসের জন্য অনুশীলন করার জন্য। কিন্তু সুদূর স্পেনে যাওয়ার বেশ ভালো খরচ রয়েছে। আর সেই কারণে আদর্শ সাহায্য চান চেনগান্নুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাজি চেরাইনের কাছে।
আর এই কথা শুনে সঞ্জু স্যামসন বিমানের যাবতীয় খরচ তুলে দেন আদর্শের হাতে। এছাড়া কারাক্কাড লিও ক্লাব ৫০ হাজার টাকা এবং সাজি বাকি অর্থের যোগান দেন আদর্শের হাতে।
থিরুভাল্লা মারথোমা কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করা আদর্শের প্রকৃত আদর্শ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমনটাই জানিয়েছেন সাজি।
এদিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরালাকে নেতৃত্ব দেওয়া সঞ্জু স্যামসন সুযোগ পাননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজে। সম্প্রতি ভালো ছন্দে থাকলেও ভারতের জার্সিতে অ-ধারাবাহিক পারফর্মেন্সে স্যামসনের জায়গাটা বেশ অনিশ্চিত হয়ে পড়েছিল।