ধোনিদের আটকে দিয়ে কঠিন শাস্তি পেলেন রাজস্থান অধিনায়ক!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার চিপকে চেন্নাই সুপার কিংসকে তিন রানে হারায় রাজস্থান রয়্যালস। কিন্তু এই জয় সত্ত্বেও কঠিন শাস্তি পেলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
স্লো ওভার রেটের জন্য সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানার শাস্তি দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এই নিয়ে আইপিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "যেহেতু এটি এই মরশুমে দলের প্রথম অপরাধ, তাই আইপিএল কোড অফ কন্ডাক্টের অধীনে ওভার-রেটের সর্বনিম্ন শাস্তি অনুযায়ী, অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।"
এবারের আইপিএলে আবারও ওভার রেট নিয়ে সমস্যা তৈরি হয়েছে। একাধিক ম্যাচ চার ঘন্টার বেশি সময় ধরে হচ্ছে, যা যথেষ্ট উদ্বেগজনক।
দুর্দান্ত এক থ্রিলার ম্যাচে চেন্নাইকে হারায় রাজস্থান। শেষ ওভারে সন্দীপ শর্মার বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি দুটি ছক্কা হাঁকান। কিন্তু সেই চাপ সামলে রাজস্থানকে জেতান সন্দীপ। আর এই জয়ের জেরে ২০০৮ সালের পর প্রথমবার চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পায় রাজস্থান।