আগামী ১০ বছরে লখনউ ফ্র্যাঞ্চাইজির মূল্য আরও বাড়বে! বার্তা নয়া কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার দুবাইয়ে আইপিএলের দুই নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য বিডিং শুরু হয়। আর সেই বিডিংয়ে রেকর্ড ৭০৯০ কোটি টাকায় লখনউ শহরের ফ্র্যাঞ্চাইজি কিনল আরপিএসজি ভেঞ্চার্স – সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। এর ফলে আবারও আইপিএলের মঞ্চে ফিরলেন সঞ্জীব গোয়েঙ্কা।
আইএসএলের দল এটিকে মোহনবাগানের পর এবার আইপিএলের দলও কিনে নিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান মনে করেন, তার এই ফ্র্যাঞ্চাইজির মূল্য আগামী দিনে আরও বাড়বে।
এই নিয়ে গোয়েঙ্কা বলেছেন, “আমরা বিশ্বাস করি যে এই মূল্য আগামী দিনে আরও বাড়বে। এবং আমরা যা লগ্নি করি, ১০ বছরের একটি সময় বিচার করলে, তা নিঃসন্দেহে কয়েক গুণ বাড়বে। সত্যি বলতে গেলে, এটি এমন একটি বিষয় যা আমি অনেকদিন ধরেই আগ্রহী ছিলাম। যখন সুযোগ এসেছে, আমরা তুলে নিয়েছি। আইপিএল বেশ কিছু বড় ব্র্যান্ড তৈরি করেছে। দেখুন মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, এবং আরও অনেককে।“
“এগুলি খুব বড় নাম, কয়েকটি তো দেশের সব থেকে বড় ব্র্যান্ড। আমাদের কাছে, উত্তরপ্রদেশ একটি গুরুত্বপূর্ণ রাজ্য। আমরা গ্রেটার নয়ডায় বিদ্যুৎ প্রদান করি। আমাদের অনেক স্পেন্সার্স দোকান রয়েছে সেই রাজ্যে। তাই আমরা বিশ্বাস করি এই রাজ্যটির সাথে আমাদের সম্পর্ক স্থাপনে সুবিধা হবে, এবং আমরা এতে মুখিয়ে রয়েছি।“
২০১৭ সালের পর আবারও আইপিএলের মঞ্চে প্রবেশ করলেন সঞ্জীব গোয়েঙ্কা। এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজির কর্নধার ছিল আরপিএসজি। সেই দলে এমএস ধোনি, স্টিভ স্মিথ, ফাফ ডু প্লেসিস, বেন স্টোকসের মত সুপারস্টাররা। আর আবারও বিশ্বের সেরা টি২০ টুর্নামেন্টে ফিরতে পেরে খুশি গোয়েঙ্কা।
এই নিয়ে গোয়েঙ্কা বলেছেন, “প্রথমত, খুব ভালো লাগছে আইপিএলে ফিরে আসতে পেরে। কিন্তু এটি প্রাথমিক ধাপ। এখন, গুরুত্বপূর্ণ হল একটি ভালো দল তৈরি করা, এবং একটি ভালো পারফর্মেন্স করার আশায় রয়েছি। তাই এখন থেকে কাজ শুরু হবে, কোচ আনা, একটি দল তৈরি করা, এবং শৃঙ্খলা তৈরি করে খেলায় পারফর্মেন্স আনা।“