নতুন অধিনায়কের সাথে এবার নতুন হেড কোচ - আরসিবির প্রধান প্রশিক্ষকের দায়িত্বে সঞ্জয় বাঙ্গার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২২ এ নতুন এক অধিনায়ককে নিয়ে এগিয়ে চলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার নয়া অধিনায়ক ও দলকে দিশা দেখাতে নয়া হেড কোচও নিযুক্ত করল আরসিবি। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঘোষণা করেছে, হেড কোচ হিসেবে যোগ দিতে চলেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। এর আগে আরসিবির ব্যাটিং কোচ হিসেবেও ছিলেন বাঙ্গার।
এদিকে আরসিবি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২২ এর দ্বিতীয় পর্বে হেড কোচের দায়িত্ব পালন করা মাইক হেসনও থাকবেন দলের সাথে। নিজের পুরোনো দায়িত্ব অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস হিসেবে থাকবেন।
এই দায়িত্ব পেয়ে সঞ্জয় বাঙ্গার বলেছেন, "এটি অত্যন্ত গর্বের এবং বড় সুযোগ এই অসাধারণ ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হতে পেরে। আমি এই দলের কিছু অসামান্য ও প্রতিভাবান সদস্যদের সাথে কাজ করেছি এবং আমি মুখিয়ে রয়েছি এই দলটিকে আগামী পর্যায়ে নিয়ে যেতে। এখনও অনেক কাজ বাকি রয়েছে যা আইপিএল মেগা নিলামে করা হবে এবং তার পরের মরশুমে তা কাজে লাগাতে হবে। কিন্তু আমি নিশ্চিত যে ম্যানেজমেন্টের একটানা সমর্থন ও সাপোর্ট স্টাফকে পাশে নিয়ে, আমরা একসাথে অনেক ভালো কিছু করতে পারতাম এবং বিশ্বজুড়ে আমাদের সমর্থকদের আনন্দ দিতে পারব।"
"নিলামের পরিকল্পনা করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি আরসিবি সমর্থকদের নিশ্চয়তা দিতে পারি যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একতি শক্তিশালী দল তৈরি করার জন্য এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘদিনের না পাওয়া আইপিএল ট্রফি জেতার জন্য।"