অধিনায়কত্বে অভিষেক হওয়া জসপ্রীত বুমরাহকে প্রচুর টিপস ও পরামর্শ দিয়েছেন মা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে জসপ্রীত বুমরাহ নিঃসন্দেহে একটি বড় নাম। আর এবার দেশকে নেতৃত্ব দেওয়ার বড় সুযোগ এসেছে বুমরাহের কাছে। বৃহস্পতিবার সরকারিভাবে ঘোষণা করা হয়, ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।
আর এই খবরে স্বাভাবিকভাবেই খুশি গোটা দেশ। খুশির মহল এসেছে বুমরাহের বাড়িতেও। এবং বুমরাহের মায়ের প্রতিক্রিয়া কেমন, সে নিয়ে কথা বলেছেন স্ত্রী তথা জনপ্রিয় সঞ্চালিকা সঞ্জনা গণেশন।
মাহেলা জয়বর্ধনের সাথে আইসিসির এক ভিডিও কথোপকথনে সঞ্জনা জানিয়েছেন যে বুমরাহের মা খুব খুশি হয়েছেন এবং প্রচুর টিপস ও পরামর্শ দিয়েছেন তারকা পেসারকে।
এই নিয়ে সঞ্জনা বলেছেন, "উনি খুবই উচ্ছ্বসিত। উনি সব সময়ই বুমরাহকে ভালো খেলতে দেখতে চান, কারণ উনি এই খেলা ভালোবাসেন এবং কার্যত প্রতিটি ক্ষেত্রে ওর যাত্রায় পাশে থেকেছেন। উনি খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন যখন তিনি জানতে পারেন। ওনার কাছে প্রচুর টিপস ও পরামর্শ রয়েছে, যদিও তিনি কখনই ক্রিকেট খেলেননি। প্রতিটা মায়ের মত, তিনি জসপ্রীতকে বলেছেন, 'তুমি যেভাবে ভেবেছো, তেমনটাই হওয়া উচিত, আর সেটিই তোমায় করতে হবে।'"
দেখুন ভিডিও -