বিশ্বকাপে আবারও ধাক্কা ইংল্যান্ডের, চোট পেয়ে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার স্যাম কারান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেই ইংল্যান্ডের দলের দুই সুপারস্টার জোফ্রা আর্চার ও বেন স্টোকস নেই টি২০ বিশ্বকাপে। এবার আরও বড় ধাক্কা পেল বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের জেরে টি২০ বিশ্বকাপ খেলবেন না তারকা অলরাউন্ডার স্যাম কারান।
আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে চোট পান কারান। আর তারপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, পিঠের নীচের অংশে চোট লাগার কারণে টি২০ বিশ্বকাপে খেলবেন না স্যাম।
এদিকে ইসিবি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, স্যাম কারানের পরিবর্তে মূল দলে সুযোগ পেলেন টম কারান। এদিকে রিজার্ভ দলে ঢুকছেন পেসার রিস টপলি। ইংল্যান্ডের দলে এর আগে সুযোগ পেলেও ধারাবাহিকতার অভাবে দলে জায়গা রাখতে ব্যর্থ হন টম কারান। ফলে এই টি২০ বিশ্বকাপ হতে পারে টমের কাছে নিজেকে পুনরুদ্ধার করার একটি মঞ্চ।
এদিকে আইপিএলে অংশ না নেওয়া ইংল্যান্ড ক্রিকেটাররা ওমানের মাসকাটে নিজেদের বেসে চলে এসেছেন এবং কোয়ারেন্টিন সারার পর প্রস্তুতিতে লেগে পড়বে।