পঞ্চম টেস্ট খেলবেন রোহিত? আইসোলেশনে এই ছবির মাধ্যমে বার্তা দিলেন ভারত অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আদৌ কি বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলবেন রোহিত শর্মা? এই নিয়ে কিন্তু সমর্থকদের চিন্তা রয়েইছে। গত রবিবার বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল, ভারতীয় অধিনায়ক তথা দলের ভরসাযোগ্য ওপেনার রোহিত করোনায় আক্রান্ত হয়েছেন।
এবং এই পরিস্থিতিতে টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন রোহিত। আইসোলেশনে থাকাকালীন একটি ছবি শেয়ার করেছেন রোহিত। যেখানে দেখা যাচ্ছে, থাম্বস আপ করে রোহিত হাসিমুখে নিজের ঘরে শুয়ে রয়েছেন। এবং এই ছবি দেখে কিছুটা নিশ্চিন্ত হয়েছে ভারতীয় সমর্থকরা।
আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলা পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে রোহিতের নামা নিয়ে জল্পনা রয়েইছে। এই পরিস্থিতিতে নতুন কোনও মুখকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ভারতীয় টেস্ট দলে।