দুই দিনের প্রস্তুতি ম্যাচে দুরন্ত ছন্দে খেললেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। আর এই সিরিজে একটি নতুন ওপেনিং জুটিতে নামতে পারে ভারতীয় দল। যেহেতু দলে চেতেশ্বর পুজারা নেই, সম্ভাবনা রয়েছে তিন নম্বরে শুভমন গিলের নামার।
এই পরিস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে নামতে পারেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে ভারতীয় দল। সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে অর্ধশতরান করেন রোহিত ও যশস্বী।
মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাটের মত বোলিং আক্রমণের বিরুদ্ধে বেশ সাবলীল ছন্দে দেখা গিয়েছে যশস্বীকে। ফলে আগামী ১২ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হতে চলা প্রথম টেস্টে ওপেন করতে পারেন যশস্বী। এদিকে ওপেনিংয়ে যশস্বীর সাথে লড়াই হবে রুতুরাজ গায়কোয়াড়ের।
আরও পড়ুন - সেরায়-সেরায় সাক্ষাৎ! স্যার গারফিল্ড সোবার্সের সাথে দেখা করলেন বিরাট কোহলি
এদিকে চার ও পাঁচে নামতে পারেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। এরপর বাকি লাইনআপ অপরিবর্তিত থাকতে পারে।
টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় এই সিরিজকে দুর্দান্ত সুযোগ হিসেবে দেখছেন, যেখানে নতুন স্ট্র্যাটেজি ও পরিকল্পনার পরীক্ষা করা যাবে। এদিকে এই প্রস্তুতি ম্যাচের মধ্যে ইশান কিশান ও কেএস ভরতের মধ্যে একজনকে নির্বাচিত করা হবে। আর ডমিনিকা পিচে শার্দুল ঠাকুর না অক্ষর প্যাটেল, সে নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।