একদিনের ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি এশিয়া কাপে নতুন মাইলফলক ছুঁলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে দশ হাজার রান সংখ্যা টপকালেন রোহিত। দ্বিতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০,০০০ রান সংখ্যা টপকালেন রোহিত শর্মা।
আরও পড়ুন- ভারতীয় ফুটবল দলের সাফল্যের নেপথ্যে কি জ্যোতিষী?
২৪১ ইনিংসে ভারতীয় অধিনায়ক এই মাইলফলক ছুঁয়েছেন। বিরাট কোহলি ১০,০০০ রান করেছিলেন ২০৫টি ইনিংসে। শচীন তেন্ডুলকার ২৫৯ ইনিংস এবং সৌরভ গাঙ্গুলি ২৬৩ ইনিংসে ১০,০০০ রান সংখ্যা ছুঁয়েছিলেন।
পাকিস্তান ম্যাচের পর শ্রীলঙ্কা ম্যাচেও অর্ধশতরান করেন ভারতের হিটম্যান। মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক।