রোহিত শর্মা ও বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে বড় বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি! জেনে নিন কি বললেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে বেশ খারাপ পারফর্ম করছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা। একদিকে রোহিত শর্মার ব্যাটও চলছে না এবং তার নেতৃত্বাধীন দল মুম্বই ইন্ডিয়ান্স আট ম্যাচে আটটিই হেরেছে, অন্যদিকে দুটি গোল্ডেন ডাক সহ নয় ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন বিরাট কোহলি।
আর এই নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট মহল। সামনে টি২০ বিশ্বকাপ, আর তার আগে এমন খারাপ ফর্ম নিঃসন্দেহে চিন্তার বিষয়। তবে বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিশ্চিত, সঠিক সময়েই তারা ফর্মে ফিরবে।
এই নিয়ে সৌরভ এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "ওরা (বিরাট ও রোহিত) অসাধারণ খেলোয়াড় এবং আমি নিশ্চিত ওরা ফর্মে ফিরবে। আশা করি ওরা দ্রুত রানে ফিরবে। আমি জানি না বিরাট কোহলির মাথায় কি চলছে, তবে আমি নিশ্চিত ও নিজের ফর্ম ফিরে পাবে এবং কিছু ভালো রান করবে। ও একজন দুর্দান্ত খেলোয়াড়।"
এদিকে চলতি আইপিএলে উমরান মালিকের পারফর্মেন্সে মুগ্ধ সৌরভ। পাশাপাশি উমেশ যাদব ও খলিল আহমেদেরও প্রশংসা করেছেন তিনি। এই নিয়ে সৌরভ বলেছেন, "উমরান মালিকের বোলিং নজর কেড়েছে সকলের। উমেশ যাদবও ভালো বল করেছে, এমনকি খলিল আহমেদও। আমি বলব উমরান মালিক চলতি লিগের সব থেকে বড় মুখ হয়ে উঠেছে।"