খারাপ ফর্ম শুধরাতে এই কিংবদন্তির কাছে পরামর্শ চাইলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাম্প্রতিক সময়ে কিছুটা খারাপ ফর্মে ভুগছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এমনকি, আইপিএল ২০২৩ এর শুরুটাও ভালোভাবে করতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। বিশ্বকাপের বছরে ফর্মে ফিরতে মুখিয়ে থাকবেন হিটম্যান।
এই পরিস্থিতিতে শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের সাথে দীর্ঘ সময় ধরে একান্ত আলোচনা করেন রোহিত শর্মা। বলা বাহুল্য, শচীন এই দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন। ওয়াংখেড়েতে অনুশীলন চলাকালীন এই দুইজনকে দীর্ঘ সময় ধরে কথা বলতে দেখা গিয়েছে।
নিজেদের সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখানো হয় যে ম্যাচ না থাকলে অধিনায়ক রোহিত শর্মা কি করে থাকেন। দেখুন সেই ভিডিও -
গত ২২ আইপিএল ইনিংসে ৫০ এর বেশি রান নেই রোহিতের। ফলে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট চাইবে রোহিতের কাছ থেকে বড় ইনিংস পেতে।