গৌতম গম্ভীরকে বিশেষ অনুরোধ করেছিলেন রোহিত শর্মা, সেই কোচকে ফেরাল বিসিসিআই

Photo- BCCI
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারত। লিডসে ২০ জুন শুরু হবে সিরিজ। রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ভারতের প্রথম সিরিজ হতে চলেছে এই সিরিজ। নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের নেতৃত্বে শুরু হচ্ছে ভারতীয় দলের এক নতুন অধ্যায়।
রোহিত ও বিরাটের অবসরের আগেই বিসিসিআই ভারতীয় দলের কোচিং স্টাফে বড় রদবদল আনে। সহকারী কোচ অভিষেক নায়ার ও ফিল্ডিং কোচ টি দিলীপকে সরিয়ে দেওয়া হয়। তবে পরে, ইংল্যান্ড সফরের আগে যোগ্য বিকল্প খুঁজে না পাওয়ায় বিসিসিআই আবারও টি দিলীপকেই ফিল্ডিং কোচ হিসেবে ফিরিয়ে আনে।
পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই একজন বিদেশিকে ফিল্ডিং কোচ করতে আগ্রহী ছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন করা যায়নি। ক্রিকবাজ-এর এক নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, টি দিলীপকে ফিরিয়ে আনার নেপথ্যে রয়েছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা ব্যক্তিগতভাবে ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীরকে অনুরোধ করেন টি দিলীপের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য। গম্ভীর সেই অনুরোধ বিসিসিআইয়ের কাছে পেশ করলে, বোর্ডও তা মেনে নেয়।
দিলীপের বিদায়ের পর বিসিসিআই রায়ান টেন ডেসকাটেকে ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করার পরিকল্পনা করছিল। তবে এখন তিনি গম্ভীরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফিল্ডিং কোচ হিসেবে আগের মেয়াদে টি দিলীপ বেশ জনপ্রিয় কিছু পদক্ষেপ নিয়েছিলেন—যেমন ম্যাচের সেরা ফিল্ডারকে পদক দেওয়া কিংবা কিংবদন্তিদের ডেকে এনে সেই পদক তুলে দেওয়ার রীতি চালু করেছিলেন।
ইংল্যান্ড সিরিজের আগে ভারত ‘এ’ দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৬ জুন থেকে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবে। তবে শুবমান গিল ও সাই সুদর্শন সেই ম্যাচে খেলতে নাও পারেন। কারণ দু’জনেই গুজরাট টাইটান্স দলের সদস্য। যদি গুজরাট ৩ জুন আহমেদাবাদে নির্ধারিত আইপিএল ফাইনালে পৌঁছে যায়, তাহলে ম্যাচের ঠিক পরেই ইংল্যান্ড গিয়ে ভারত ‘এ’-র সঙ্গে যোগ দেওয়া তাঁদের পক্ষে কঠিন হয়ে যাবে। এছাড়াও, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে হঠাৎ করে ইংল্যান্ডের লাল বলের কন্ডিশনে মানিয়ে নেওয়াটাও বড় চ্যালেঞ্জ হবে।