আইপিএলের ঢাকে কাঠি, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হল ক্যাপ্টেনস মিট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রতীক্ষার অবসান। শুক্রবার রাত থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। এই বছর এই প্রতিযোগিতায় থাকছে অনেক চমক। থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের মতো নিয়ম, যা বদলে দিতে পারে কুড়ি-বিশের এই প্রতিযোগিতার যাবতীয় কৌশল।
শুক্রবার প্রথম ম্যাচেই নামছে গত বারের বিজয়ী দল গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অর্থাৎ আইপিএলের বোধন হবে হার্দিক বনাম ধোনি লড়াই দিয়ে। প্রতি বারের ধারা বজায় রেখেই ‘ব্লকবাস্টার’ ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। উদ্বোধনী অনুষ্ঠানও থাকছে প্রথম ম্যাচের আগে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনে থাকছে অরিজিৎ সিং, এছাড়াও থাকবেন অনেক শিল্পীরা।
তার আগেই বৃহস্পতিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়ে গেল ক্যাপ্টেনস মিট। ফ্র্যাঞ্চাইজি দলগুলির অধিনায়কেরা এদিন উপস্থিত ছিলেন। ট্রফি নিয়ে হল ফটো সেশন। তবে এদিন উপস্থিত ছিলেন না মুম্বাই ইন্ডিয়ান অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক সম্মেলনে তার অনুপস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জল্পনার। তিনি কি প্রথম ম্যাচ খেলবেন না? তাঁর কোনো চোট রয়েছে? এই ধরনের প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। তবে সব মিলিয়ে ঢাকে কাঠি পড়ে গেল এবারের আইপিএলের তা বলাই যায়।