IPL 2022 : দুর্ধর্ষ ছক্কা মেরে একশৃঙ্গ গন্ডারদের জন্য বড় উপকার করলেন রোহিত শর্মা - দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা পশুদের খুবই ভালোবাসেন। এবং তাদের সুরক্ষা ও সচেতনতার জন্য নানা উদ্যোগে সামিল হন। এবার একটি ছক্কা মেরে কাজিরাঙ্গার একশৃঙ্গ গন্ডারদের জন্য পাঁচ লক্ষ টাকার অবদান রাখলেন রোহিত। কিভাবে? জেনে নিন…
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বৃহস্পতিবার দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। আর এই ইনিংস চলাকালীণ আলজারি জোসেফের লেংথ বলে অনবদ্য ছক্কা মারেন রোহিত। সেই ছক্কা গিয়ে লাগে মাঠে উপস্থিত টাটা পাঞ্চ গাড়ির স্ট্যান্ডে। আর সেই কারণে পাঁচ লক্ষ টাকা গেল সেই গন্ডারদের জন্য।
আসলে, টাটা সংস্থা এবারের আইপিএলের টাইটেল স্পনসর। এবং সেই সংস্থার নতুন গাড়ি হিসেবে এসেছে এই টাটা পাঞ্চ। আইপিএল চলাকালীন টাটা সংস্থা এই শর্ত রেখেছিল, যদি কোনও ছক্কা ঐ টাটা পাঞ্চ গাড়িতে আঘাত করে, তাহলে পাঁচ লক্ষ টাকার অবদান রাখা হবে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের জন্য। এই জাতীয় উদ্যান পরিচিত একশৃঙ্গ গন্ডারদের জন্য।
তবে রোহিত প্রথম নন, এর আগে রাজস্থান রয়্যালসের শিমরন হেটমায়ার ও দেবদত্ত পাডিক্কালও ঐ জায়গায় ছক্কা মেরেছেন। যার ফলে পাঁচ-পাঁচ লক্ষ টাকা গিয়েছে কাজিরাঙ্গায়।