কতটা গুরুতর চোট? বড় আপডেট দিলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০তে ব্যাট করতে গিয়ে চোট পান ভারত অধিনায়ক রোহিত শর্মা। একটি বাউন্ডারি মারার পর পিঠের টানে ভোগেন রোহিত, যার পর রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়।
কিন্তু কতটা গুরুতর এই চোট? ম্যাচের পর রোহিত শর্মা আশ্বস্ত করে জানা, সপ্তাহান্তের মধ্যেই ঠিক হয়ে যাবেন তিনি।
এদিকে তৃতীয় টি২০তে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারায় ভারত। এই জয় নিয়ে রোহিত বলেছেন, "যেভাবে আমরা মাঝের ওভারগুলিতে বল করেছি, সেটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা পরিস্থিতির সদ্ব্যবহার করেছি এবং আমাদের ভেরিয়েশন ভালো কাজে এসেছে। আর তারপর আমরা যেভাবে তাড়া করেছি, খুবই ভালো ছিল।"
কাইল মায়ার্সের ৭৩ রানের সৌজন্যে, ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৬৫/৩ স্কোর তোলে। জবাবে সূর্যকুমার যাদবের ৪৪ বলে ৭৬ এবং ঋষভ পন্থের ২৬ বলে ৩৩ রানের সৌজন্যে ১৯ ওভারেই রান তাড়া করে ফেলে ভারত।