স্বাধীনতা দিবসে ফটোশপ করে ভারতীয় পতাকার ছবি দিয়েছেন রোহিত শর্মা, হলেন ট্রোল্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত সোমবার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা ভারতবর্ষে গর্বের তেরঙা পতাকা নিয়ে উৎসবে মেতেছিল। সোশ্যাল মিডিয়ায় জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা - সবাই ছবি ও ভিডিও ছেড়েছেন। বাদ যাননি ক্রিকেটাররাও।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি ছবি ছাড়েন, যেখানে তিনি দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পোজ দিয়েছেন। কিন্তু সেই পোস্টের জন্য বাজেভাবে সমালোচনার মুখে পড়তে হল রোহিতকে।
নেটিজেনরা কার্যত গোয়েন্দার মত এই ছবির ত্রুটি খুঁজে বের করেন। এবং তারা আবিষ্কার করেন যে রোহিত সত্যিই কোনও পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন না, বরং এই পতাকাটি ফটোশপড। ছবিটিকে কার্যত জুম করে দেখিয়ে নেটিজেনরা দেখাচ্ছেন, পতাকাটি যে রডের সাথে লাগানো, সেই রডটিই আকৃতিতে গন্ডগোল। আর এর জেরে নেটিজেনরা মনে করছেন, এটি ফটোশপড।
এদিকে একাধিক নেটিজেন এর জন্য রোহিতকে সমালোচনা করছেন। কেউ কেউ রোহিতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাইছেন, যাতে তাকে সত্যিকারের পতাকা কেনার জন্য টাকা দিতে পারে। দেখে নেওয়া যাক এই বিষয়ে কিছু পোস্ট।